ওয়ার্ডপ্রেস কি ? এটা কেন ব্যবহার করবো?
লেখকঃ ফাহিম রেজা (বাঁধন)
ব্লগঃ http://bdtutorial24.com
আপনি যখন ইন্টারনেট একটা সাইট/ব্লগ হতে আর অন্যন্যা সাইট/ব্লগ যান তখন
আপনার মনে কখন প্রশ্ন যাগে না ইস আমার যদি একটা ব্লগ থাকতো ? , যেখানে আমি
আমার নিজের সকল ভাবনা-চিন্তা আমি ইচ্ছা মত প্রকাশ করতে পারতাম । যেখানে
প্রতিদিন অনেক জায়গার ভিজিট আস্তো , দেখতো আমার প্রতিভা , দেখতো আমার
সৃষ্টি। এখন আপনার হয়তো ইচ্ছা আছে , তবে কি ভাবে এই সাইট/ব্লগ বানাবেন আপনি
জানেন না । আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কিসের মাধ্যমে ব্লগ বানাবো ? , কীভাবে বানাবো ? , কিভাবে এই ব্লগ ব্যবহার করবো ? কী তাই না ।
আপনাদের
এই সব উত্তর আমি দেয়ার চেস্টা করবো। আমি আপনাদের নিজের একটা
সাইট/ব্লগ
বানাতে সাহায্য করবো । তা হলে কথা না বারিয়ে আজকের লেখার
প্রসজ্ঞে আসা যাগ ।
ব্লগিং
করতে চাইলে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যবহারের কথা বলবো , কারন
ব্লগিংয়ে
ক্ষেত্রে কিছু সুবিধা দরকার যেমনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজ সুবিধা , সঠিক
ভাবে ব্লগ ডিজাইন , সঠিক যায়গায় বিজ্ঞাপন ব্যবহার এর সুবিধা , ইত্যাদি আর
এই সব সুবিধা আপনি পাবেন একমাত্র ওয়ার্ডপ্রেসই ।
ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা
পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো
ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে । ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ
পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] ।
আমি যত
দূর যানি এই প্লাটফর্ম চালু হয় ২০০৩ সালে । এখন আপনাদের মনে
প্রশ্ন জাগতে
পারে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] টা কী
জিনিস ? হে কন্টেট
ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] হল আপনার
সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য
ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম , তথ্য হতে
পারে কোন ছবি বা কোন গান বা
কোন বাক্য। কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা
সিএমএস [CMS] মাধ্যমে আপনি আপনার
সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন , সংশোধন , সংযোজন , বা মুছে ফেলতে পারবেন ।
আর এই ওয়ার্ডপ্রেস হল এমনি একটি
শক্তিশালি কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা
সিএমএস [CMS]। যা আপনি ব্যবহার
করতে পারবেন সম্পুর্ন ফ্রীতে ।
এটা কেন ব্যবহার করবো?
নি:সন্দেহে ওয়ার্ডপ্রেস একটি ভাল মানের ওপেন সোর্স সফটওয়ার , এনং
এটি আপনি একদম ফ্রীতে ব্যবহার করতে পারবেন । আপনার নিজের একটা ডোমেইন আর
কোন ফ্রী হোস্টিং বা অল্প মুলের যেকোন হোস্টিং থাকেলে আপনি অনায়াসে এটি
ব্যবহার করতে পারবেন । আপনি ওয়ার্ডপ্রেসকেন ব্যবহার করবেন তা সম্পর্কে
নিজে আলোচনা করা হল ।
সহজ ব্যবহার ও ইচ্ছা মত ডিজাইনঃ
যারা প্রোগ্রামিং জানেন না , তারাও ওয়ার্ডপ্রেস এ অনেক সহজে একটা
সুন্দর সাইট দার করাতে পারবে । এটা ডিজাইন করাও অনেক সহজ , আপনাকেও কোন
কস্ট করতে হবে না গুগল এ সার্চ দিলে পাবে ওয়ার্ডপ্রেস এ ব্যবহারিত লাখ লাখ
থীম এর ভান্ডার এখান থেকে সহজে আপনি আপনার পসন্দের থীম টা সংগ্রহ করতে
পারবেন । আর আপনি যদি এইচটিএমএল , বা সিএসএস , পিএইচপি তে হাফেজ হয়ে থাকে
তা হলে ত কথায় নেই আপনার ইচ্ছা মত ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন করে ব্যবহার
করাতে পারবেন ।
বিপুল পরিমানে প্লাগিন ও সহজে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এর
সুবিধাঃ
ওয়ার্ডপ্রেস তৈরি সাইট ক্যাটাগরি মেটা ট্যাগ , নেভিগেশন যোগ করার
সুবিধা আছে , Ping করা , h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায় । এ ছাড়া
আরো বিভিন্ন সুবিধা থাকার কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে
ওয়ার্ডপ্রেস সেরা । তা ছাড়া সবচেয়ে বড় সুদিধা হল এগুলো করতে আপনাকে তেমন
কোডিং জানতে হবে না , কারন এগুলোর জন্য অনেক প্লাগিন আছে । আর ওয়ার্ডপ্রেস
এর সব চেয়ে বড় সুবিধা হল এর প্লাগিন ভান্ডার । আপনি এখানে হাজার হাজার
প্লাগিন্ন পাবেন ।
বিজ্ঞাপন ব্যবহার সহজঃ
আপনি ওয়ার্ডপ্রেস এ ইচ্ছা মত যায় গায় ইচ্ছা মত বিজ্ঞাপন ব্যবহার করতে
পারেন । ব্লগারে যেমন আমাজন এসোসিয়েটস, এডসেন্স, এডব্রাইট, ইত্যাদি একসংগে
ব্যবহার করা নিষেদ আছে , কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইচ্ছা মত বিজ্ঞাপন
ব্যবহার করতে পারবেন ।
জানি না আপনাদের কত টূকূ বুঝাতে পারলাম । কোন প্রশ্ন থাকলে অবশ্যেই
মন্তব্যের মাধ্যমে জানাবেন ।
আমার পরের পোস্ট এ ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার
প্রক্রিয়া ও সাবধানতা সম্পর্কে নিয়ে আলোচনা করব ।
ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা
লেখকঃ ফাহিম রেজা (বাঁধন)
ব্লগঃ http://bdtutorial24.com
আপনি
আগে আপনার ডোমেইন নেম টা নির্বাচন করুন এরপর আপনার ডোমেইন নেম
সার্চ চেক
করে দেখুন ফাকা আছে কি না। যদি ফাকা থেকে আপনি এটা ইন্টারনেট
থেকে ডোমেইন
টা কিনতে পারবেন । অনলাইন এ ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার কয় একটা পপুলার
সাইট হল
www.godaddy.com , www.smallbusiness.yahoo.com , www.bluehost.com
। এগুলো থেকে
ডোমেইন নেম করতে আপনার আপনার খরজ হবে ৭-১০ ডলারের মত যা
বাংলাদেশি টাকায়
প্রায় ৬০০-৭০০ টাকা । এবং প্রতি বছর এর রেনু ফি ৭-১০ ডলার
অর্থাৎ আপনার
প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা । খূব একটা বেশি না ।
আর আপনি
অনলাইনে এই ডোমেইন নেম কিনতে আপনাকে পেপাল বা ভিসা কার্ড ,মার্স্টার কার্ড
ব্যবহার করতে হবে। এছাড়া এ ব্যবস্থা না থাকলে আপনি
বাংলাদেশী কোম্পানি
গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ডোমেইন নেম রেজিস্ট্রেশন
করতে পারবেন ।
www.technobd.com , www.host4bd.com , www.ancbd.com , www.hostbangla.com , www.w3hostbd.com
ইত্যাদি ।
আর আপনি যদি প্রথমে এই ফ্রী ডোমেইন নেম এ আপনা ব্লগ বা সাইট চালু করতে
চান তাহলে তাহলে আপনি
www.co.ccতে
দেখতে পারেন । এটা এদের সেবা অনেক ভাল। তাছারা আপনি
www.dot.tk , www.nic.cz.cc
দেখতে পারেন এদের ও সেবা
অনেক ভাল । তবে আমার কাছে
www.co.cc
টাই ভাল লেগেছে । এতখন ত বললাম ডোমেইন নেম রেজিস্ট্রেশন এর কথা , এবার আমি
ডোমেইন নেম নেয়ার সময় যে দিক গুলোর কথা আপনার খেয়াল রাখতে হবে তাহল
- সবচেয়ে সহজ নামে ডোমেইন নেম নির্বাচন করুন যাতে আপনার ভিজিটরা সহজে
আপনার ডোমেইন নেম টা মনে রাখতে পারে ।যেমন www.bdtutorial24.com - আপনার ডোমেইন নেম যাতে কোন বড় মানের ওয়েবসাইটের [www.google.com ,www.yahoo.com] সাথে মিলে না যায় । যেমন
www.bdyahoo24.com , www.bdgoogle24.com
ইত্যাদি। এতে
আপনার ডোমেইন নেম সমস্যা হতে পারে এবং আপনার নামে বাতিল হতে পারে ।তাই এ
বিষয় টা মনে রাখবেন ।
- ডোমেইন নেম বড় হলে যেমন
www.fahimrezabadhon.com
এটা মনে রাখা কঠিন হতে পারে , তাই এই নামের মাঝে আপনি ডেশ [-] ব্যবহার
করতে পারেন যেমন
www.fahim-reza-badhon.com
।
- ডোমেইন নেম বড় করা হতে বিরত থাকুন । যেমন
www.thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com
ওয়েব হোস্টিং
ওয়েব
হোস্টিং বলতে আমরা বুঝি কোন হোস্টিং কোম্পানি টাকার বিনিময়ে তাদের
সার্ভারে ওয়েব সাইট এর যাবতিয় তথ্য রাখার জন্য নির্দিস্ট পরিমান জায়গা
বরাদ্দ দেয়া । আপনি ওয়েব হোস্টিং কিনতে পারবেন
www.godaddy.com , www.bluehost.com
হতে । এছাড়া আপনি
বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ওয়েব হোস্টিং কিনতে পারবেন ।
www.technobd.com , www.host4bd.com , www.ancbd.com , www.hostbangla.com , www.w3hostbd.com
ইত্যাদি ।
আর আপনি যদি ফ্রী ওয়েব হোস্টিং ব্যবহার করতে চাইলে www.byethost.com , www.000webhost.com
দেখতে পারেন ।
এর মধ্যে
www.byethost.com
টা অনেক
ভাল হবে । এদের সার্ভিস মোটামোটি ভালই । তবে হোস্টিং নেয়ার সময় কিছু জিনিস
আপনার মাথায় অবশ্যই রাখতে হবে তাহল
- আপনার
ব্লগ বা সাইট এ যখন কোন ভিজিট প্রবেশ করে তখন আপনার সাইট
বিভিন্ন পেজ
আপনার ভিজিট এর কম্পিউটার এ ডাউনলোড হতে থাকে ,আর এই সম্পুন
ডাউনলোড লিস্ট
আপনার হোস্টিং কোম্পানি কাছে থাকে ,আর এর উপর হোস্টিং
কোম্পানি আপনাকে
ব্যান্ডউইড প্রদান করে থাকে । ১গিবি ব্যান্ডউইড আপনার
ব্লগ সেফ থাকবে ।
প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
- ওয়েব স্পেস টা আপনার নিজের উপর
নির্ভর করে । আপনি ব্লগ বানাতে গেলে
১০০মেগাবাইট দিয়ে শুরু করতে পারেন ।
প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
- আপটাইম হল হোস্টিং কোম্পানি
সার্ভার চালু থাকার সময় । আপনার আপনার
সাইট/ব্লগ এর জন্য খুবেই জরুরি বিষয় ।
কারন কোম্পানি সার্ভার যতখন চালু
থাকবে আপনার সাইট ও ততখন চালু থাকবে ।
প্রতিটি হোস্টিং কোম্পানি সার্ভার
৯৯.৯৯% চালু থাকার কথা বলে তবে এটা সম্ভব
হয় না । তাই হোস্টিং নেয়ার সময়
এই দিকটা খেয়াল রাখা উচিত।
ফ্রী ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং
ডোমেইন নেম সেটআপ করবেন তা নিয়ে লিখবো ।
ফ্রী ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং ডোমেইন নেম সেটআপ
লেখকঃ ফাহিম রেজা (বাঁধন)
ব্লগঃ http://bdtutorial24.com
সবাই কেমন আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শূরু করলাম । গতকাল আমি
ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা
নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম । আজ আমি আপনাদের
www.co.cc
এবং
www.byethost.com
তে রেজিস্ট্রেশন
প্রক্রিয়া সম্পুর্ন ধাপ আলোচনা করবো । এবং কিভাবে ডোমেইন নেম সেট আপ করবেন
তা নিয়ে আলোচনা করবো । তাই কথা না বারিয়ে কাজে আসা যাগ ।
১ম ধাপ:
প্রথমে
www.co.cc
তে প্রবেশ
করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । এখানে দেখুন লাল বক্স করা
একটা জায়গা আছে তাতে আপনার কাজ্ঞখিত ডোমেইন নেম টাইপ করুন এবং check availability বাটন এ ক্লিক করুন ।
২য় ধাপ:
check availability বাটন এ ক্লিক করার পর আপনার ডোমেইন নেম থাকলে নিচের
ছবিটার ণ্যায় একটা ছবি আসবে । এবার আপনি Continue to registration এ ক্লিক
করুন ।
৩য় ধাপ:
Continue to registration এ ক্লিক করার পর নিম্নের পেজ টা আসবে । এবার
নিচে দিকে লাল রঙ বক্স লেখা create an account now ক্লিক করুন ।
৪র্থ ধাপ:
create an account now ক্লিক করলে নিচের পেজটা আসবে। যেখানে আপনার
পার্সোনাল ইনফারমেশন দিতে হবে ।সব কিছু দেয়া হয়ে গেলে I accept the terms of service এর পাসে বক্স এ হ্যা চিহ্ন দিয়ে create an account now এ ক্লিক
করুন ক্লিক করুন ব্যস ডোমেইন নেম রেজিস্ট্রশন এর কাজ শেষ । এবার ওয়েব
হোস্টিং রেজিস্ট্রশন এর পালা । ৫ম ধাপে এ ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন নিয়ে
আলোচনা করা হল ।
৫ম ধাপ:
প্রথমে http://byethost.com
তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । পেজ ঠিক ভাব
পুরন করে Register বাটন এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । এবার আপনার দেয়া
ইমেইল একাউন্টে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিবে । এবার আপনার দেয়া ইমেইল
একাউন্ট টা চালু করুন এবং ভেরিফিকেশন লিঙ্ক টাতে ক্লিক করুন ।
৬ষ্ট ধাপ:
ভেরিফিকেশন লিঙ্ক এ ক্লিক করলে করলে নিচের ইমেজ ভেরিফিকেশন বক্স আসবে তা
পুরন করুন এবং register বাটন এ ক্লিক করুন ।
৭ম ধাপ:
register বাটন এ ক্লিক করলে আপনাকে একটা ডাটা দেয়া হবে আপনি এটা সংরক্ষন
করুন [নিচের ছবিটার ন্যায়]। ব্যস কাজ শেষ । আপনার হোস্টিং রেজিট্রেশ্ন হয়ে
গেল । এবার আপনার ডোমেইন সেট আপ করার পালা ।
৮ম ধাপ:
এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [http://cpanel.byethost.com] কন্ট্রোল
প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
৯ম ধাপ:
আপনি সফল ভাবে লগইন করতে পারলে নিচের পেজ টা আসবে । এবার তাতে Addon Domains এ ক্লিক করুন ।
১০ম ধাপ:
এবার নিচের ছবিটা ন্যায় একটা পেজ আসবে , তাতে আপনার ডোমেইন নেম টা টাইপ
করুন এবং Add Domain এ ক্লিক করুন ব্যস এখান কার শেষ । এবাড় আপোণাড়
১১তম ধাপ:
এবার আপনি www.co.cc যান এবং লগইন করুন । লগিন করলে নিচের ছবিটার ন্যায়
একটা পেজ় আসবে । এবার সেটআপ [Set up]এ ক্লিক করুন ।
১২তম ধাপ:
সেটআপ [Set up]এ ক্লিক করুন এবং সেখান হতে Name Server ক্লিক করুন । এবং
তাতে সার্ভার নামদিন [Server 1 এ দিন ns1.byet.org , Server 2 এ দিন ns2.byet.org , Server 3 এ দিন ns3.byet.org ] । সার্ভার নাম দেয়া শেষ হলে Set up এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । হয়ে গেল আপনার ডোমেইন সেটআপ ।
আমার পরের লেখায় ওয়ার্ডপ্রেস সার্ভার এ
ইনস্টল করবেন কি ভাবে তা নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । খোদা
হাফেজ…………
কিভাবে নিজের সার্ভারে ফাইল আপলোড করবেন
লেখকঃ তাওহিদুল ইসলাম
ব্লগঃ http://bn.rm23342334.com
এ জন্য আপনার যা যা লাগবেঃ
- আপলোড করার সফ্টওয়ার ( ফাইল জিলা )
ফাইল জিলা
ডাউনলোড লিংক
- আপনার সার্ভারের হোষ্ট নেম ( ftp server Name ) , ইউজার নেম , পাসওয়ার্ড
যেমনঃ
- FTP Server: http://ftp.example.com
- FTP User name (FTP/SQL): defaultid
- FTP Password (FTP/SQL): *****
এখন আপনি ফাইল জিলা সফ্টওয়ারটি ওপেন করুন
আপনার সার্ভারের হোষ্ট নেম , ইউজার নেম , পাসওয়ার্ড নিম্নক্তো জায়গায়
বসিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন ,
সার্ভারে প্রবেশ করা শুরু করে দেবে Server Connect status এ Directory successfully দেখাবে তাহলে আপনার সার্ভার রুট ফোল্ডার দেখাবে ,
এবার আমরা আপলোড করব
মনে করলাম আমরা rm2334.cz.cc সাইটের wp-content ফোল্ডারের upload ফোল্ডারে একটি ছবি আপলোড করব তাহলে ( ফ্রি ইউজারদের জন্য )
- কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনার সাইট এড্রেস দেখাবে যেমনঃ rm2334.cz.cc সাইটটিতে ডাবল ক্লিক করুন ,
- সেখানে htdocs দেখাবে সেটায় ডাবল ক্লিক করুন ,
- আবার wp-content ফোল্ডারে ডাবল ক্লিক করুন ,
- upload ফোল্ডারে ডাবল ক্লিক করুন তাহলে আমার যেখানে আপলোড করতে
চেয়েছিলাম সেখানে পৌছালাম
- এখন আমরা Local Area / My Computer এর যেখানে ছবিটি আছে খুজে বের করি [
বিঃদ্রঃ ব্যাকে যেতে চাইলে .. এই চিন্হ ক্লিক করলে ব্যাকে যাবে এবং ডাবল
ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে , সার্ভার লোড হবার জন্য ]
ছবিটি খুজে পেলে ছবির ডান বাটন ক্লিক করে আপলোড ক্লিক করুন , এবার আপলোড
নেয়া শুরু করবে।
খেয়াল রাখতে হবে যেন সার্ভার রুট ফোল্ডারে অন্য কোন ফোল্ডারে যাতে না
থাকে নাহলে ছবিটি অন্য ফোল্ডারে আপলোড হয়ে যাবে ছবিটি আর নির্ধারিত
জায়গায় পাওয়া যাবে না [ বিঃদ্রঃ ফাইল আপলোড করতে গেলে এই ম্যাসেজটি আসতে
পারে
এই ম্যাসেজ দ্বারা বুঝাচ্ছে যে অলরেডী কোন ফাইল আছে ,
এ ক্ষেত্রে আপনি ফাইলটি রিপ্লেস করতে পারেন অথবা ডিলেট / রিনেম করতে
পারেন ] এভাবে আপলোড করতে হবে।
কোন সমস্যা হলে আমাকে জানান
কিভাবে আপলোড করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় পদ্ধতি ২ (ফ্রি ইউজারদের জন্য)
লেখকঃ তাওহিদুল ইসলাম
ব্লগঃ http://bn.rm23342334.com
ওয়ার্ডপ্রেস আপলোড করে ইনস্টল করার জন্য যা লাগবে
- আপলোড করার সফ্টওয়ার ( ফাইল জিলা ) ফাইলজিলা ডাউনলোড লিংক
- হোস্টিং এর আইডি আর পাসওয়ার্ড
(1) প্রথমে একটি ডাটাবেজ তৈরী করতে হবে , ডাটাবেজ তৈরী করার জন্য
http://panel.byethost.com
এই সাইটে যান , লগিন করুন
তারপর MySQL Database এ যান ,
Creat Database এর উপরের খালি বক্সে আপনার Database টির নাম দিন , তারপর Creat Database বাটনে ক্লিক করুন। মনে করুন আপনি Database টির নাম
দিয়েছেন rm2334 তাহলে আপনার Database টির পুরা নাম হবে এরকম b10_56893_rm2334 .( এখানে b10_56893 এটা আপনার হোষ্টিং এর আইডি )
(2) WordPress 3.O.1 CMS Content টি ডাউনলোড করুন , ডাউনলোড লিংক
(3) ফাইলটি ডাউনলোড হয়ে গেলে
- ফাইলটি Extract করুন , Extract করা হয়ে গেলে Extract কৃত ফোল্ডার (WordPress ফোল্ডার) টি ওপেন করুন ,
- এই ফোল্ডারের ভিতরের সব ফাইল আপলোড করুন আপনার রুটে ,
- রুটটি হলো yourdomain.com —htdocs—এইখানে ফাইলটি আপলোড করতে হবে। মনে
করুন আপনার ব্লগ rm2334.com তাহলে Filezilla ওপেন করে লগিন করুন , এখন
আপনার ব্লগ এ্যাড্রেস শো করছে তার উপর ডাবল ক্লিক করুন , htdocs আসবে তার
উপর ডাবল ক্লিক করুন এখন ফোল্ডারটি খালি দেখাবে এখানে WordPress ফাইলগুলো
আপলোড করুন
কিভাবে আপলোড করতে হয় তা
এই পোষ্টিটি
দেখতে পারেন।
আপলোড হয়ে গেলে এবার আপনার সাইটে যান , ইরর দেখাবে
Creat a Configuration File এ ক্লিক করুন
- Let's go এ ক্লিক করুন
- Database Name এ আপনার Database টির নাম দিন
- User Name এ আপনার MySQL User Id দিন
- Password এ আপনার MySQL Password দিন
- Database Host Name এ আপনার MySQL Host Name/server Name নাম দিন
- Table Prefix wp_ এটি যেমন আছে তেমনি থাকবে
- এবার Submit বাটনে ক্লিক করুন
- Run The Install এ ক্লিক করুন
- Site Name এ আপনার ব্লগের শিরোনাম দিন
- User Name এ আপনার ব্লগের এ্যাডমিন User Name দিন
- Password এ আপনার ব্লগের এ্যাডমিন Password দিন
- Your mail এখানে আপনার email দিন , পাসওয়ার্ড হারিয়ে গেলে এই email লাগবে
- Run বাটনে ক্লিক করুন
- Login বাটনে ক্লিক করুন
- এখন আপনি আপনার ব্লগে ভিজিট করুন দেখুন হয়ে গেছে
- আপনার ব্লগের ড্যাসবোর্ড লিংক :
http://www.yourdomain.com/wp-login.php
আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে।
কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন [অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে]
]
লেখকঃ ফাহিম রেজা (বাঁধন)
ব্লগঃ http://bdtutorial24.com
সবাই কে আমার সালাম জানিয়ে আমার ধারাবাহিক লেখা
সম্পুর্ন একটা
ব্লগ তৈরীর টিউটোরিয়াল
এর ৪ নং টিউটোরিয়াল আজ় শুরু করলামা । আজ
আমি আপনাদের দেখাবো কীভাবে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম
ওয়ার্ডপ্রেস
সার্ভারে ইনস্টল করবেন । এটা
ওয়ার্ডপ্রেস FileZilla Client এর মাধ্যমে করতে পারবেন , তবে কয় একজন আমাকে ফোন করে বল
ভাই FileZilla Client বাদে অন্য ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না , তাদের কাছে নাকি FileZilla Client একটু জটিল লাগে । ত যাই হোক আমি আপনাদের FileZilla Client বাদে কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করা যায় তা
নিয়ে চিত্র সহ আলোচনা করবো ।
আপনারা যারা আমার এই লেখা টা নতুন পরছে তারা দোয়া করে আমার
আগের লেখা একটু কষ্ট করে পড়ে নিবেন , আগের লেখা টা ণা পড় লে এই লেখাটা
বুঝতে কষ্ট হবে । আমার আগে লেখা টা আপনি
এখান থেকে
পড়তে পারবেন [আগের লেখা টা এখানে পাবেন ] । নিম্নে ধাপে ধাপে বর্ননা করা হোল ।
১ম ধাপ:
প্রথম এই আপনি
ওয়ার্ডপ্রেস Version 3.0.1
টা
এখান থেকে
ডাউনলোড
করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [
http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
২য় ধাপ:
আপনার প্যানেলে প্রবেশ করা কাজ শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পূর্বে আপনা কে একটা ডাটাবেস তৈরি করতে হবে এর জন্য আপনি Databases Management এর
নিচে MySQL Databases এ ক্লিক করুন ।
৩য় ধাপ:
MySQL Databases এ ক্লিক করার পর নিচের পেজটা আসবে তাতে আপনার ডাটাবেস
এর নাম দিন , এবং Create databases এ ক্লিক করুন ব্যস ,আপনার ডাটাবেস তৈরি
কাজ শেষ ।
৪র্থ ধাপ:
এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।
৫ম ধাপ :
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব
খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।
৬ষ্ট ধাপ:
htdocs নামে কটা ফোল্ডার এর ভিতর প্রবেশ করুন করুন এবং উপর এ Upload বাটন এ ক্লিক করুন । নিচের চিত্রে লাল বক্স করা আছে ।
৭ম ধাপ:
Upload বাটন এ ক্লিক করলে নিচের ছবিতে দেয়া পেজ টা আসবে তাতে আপনি
আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা আপনা ড্রাইব হতে সিলেক্ট করে
দিন । এবং পরিশেষে সবুজ রং এর একটা টিকচিহ্ন তাতে ক্লিক করুন । সমস্যা হলে
নিচের ছবি টা ভালভাবে দেখুন ।
ছবি ১
ছবি ২
এখন আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড করার কাজ শেষ । এবার ওয়ার্ডপ্রেস
ইনস্টল করার কাজ । তা নিচে ধাপে ধাপে লেখা হল
৭ম ধাপ:
আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড গেলে ৯০% কাজ শেষ । এবার শুধু
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ কাজ । এবার আপনার ডোমেইন নেম টা ওয়েব
ব্রাউজারে এড্রেস বারে টাইপ করুন এবং এন্টার চাপুন ।
৮ম ধাপ:
ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করে এবং এন্টার চাপলে
নিচের ছবিটার মত একটা পেজ় আসবে , তাতে Create a Configuration File এ
ক্লিক করুন এবং তার পর আর একটা পেজ় আসবে তাতে Lets go নামের একটা বাটন
থাকবে তাতে ক্লিক করুন ।
৯ম ধাপ:
এই ধাপ টাই আসল কাজ । Lets go নামের একটা বাটন এ ক্লিক করলে নিচের ছবির
মত একটা ফর্ম আসবে তাতে আপনার MySQL Databases নাম টা দেবেন [উদাহারন b5_6646438_wptutorial24 ] , তারপর আপনার ইউজার নেম দিবেন [উদাহারন b5_6646438 ] , এবার আপনার প্যানেলের পাসওয়ার্ড টা দিবেন [উদাহারন ১২৩৪৫৬৭৮ ] এবং সর্ব শেষ ডাটা হোস্ট নেম দিবেন [উদাহারন sql200.byerhost5.com ] । ফর্ম টা ভাল ভাবে পুরন হলে সাবমিট বাটন এ ক্লিক
করুন ।
১০ম ধাপ:
সাবমিট বাটন এ ক্লিক করলে আপনার কাজ শেষ । এবার নিচের পেজ টার মত একটা
পেজ় আসবে তাতে আপনার ব্লগ/সাইট এর টাইটেল নেম , আপনা ইউজার নেম , পাস
ওয়ার্ড ও ইমেল এড্রেস দিয়ে install wordpress বাটন ক্লিক করুন ।ব্যস কাজ
শেষ । এবার আপনার ইউজার ও পাশওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করুন ।
ডেমো দেখুন
কিভাবে byethost.com এর ফ্রি হোষ্টিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়
লেখকঃ তাওহিদুল ইসলাম
ব্লগঃ http://bn.rm23342334.com
[ বিঃদ্রঃ এই পোষ্টটি মুলত আমার আগের এই টিউন দেখে যারা byethost.com থেকে হোষ্টিং নিয়েছিলেন পোষ্টটি তাদের জন্য ]
হয়ত আপনার ইতিমধ্যে ভাবা শুরু করেছেন যে , পাসওয়ার্ড পরিবর্তন তো খুবই
সোজা এ নিয়ে আবার পোষ্ট লেখার কি দরকার ? তাহলে আমি লিখলামই বা কেন?
কারন Byethost.com হোষ্টিং এর পাসওয়ার্ড ডাটাবেজের এ্যাডজাষ্টেবল করা থাকে , আপনি যদি সরাসরি হোষ্টিং এর পাসওয়র্ড পরিবর্তন করেন
তাহলে আপনার
ব্লগটি ওপেন হবে না
-ডাটাবেজ পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার কারনে আর কোন তথ্য ব্লগে প্রদর্শন
করতে পারে না কারন আপনার ইনস্টলকৃত ওয়ার্ডপ্রেসের wp-config.php ফাইলটি
সয়ংক্রিয় ভাবে পরিবর্তন হতে পারে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবেঃ
- আপলোড করার সফ্টওয়ার ( Filezilla ) ওপেন করুন , আইডি পাসওয়ার্ড দিয়ে
লগিন করুন।
Filezilla সফ্টওয়ারের ব্যবহার সম্পর্কে জানতে
এই পোষ্টটি পড়ুন
অথবা
এইখান থেকেও
পড়তে পারেন।
- yourdomain.com—htdocs—> এই রুটে যান wp-config.php ফাইলটি খুজে বের
করুন , wp-config.php ফাইলটি ডাউনলোড করুন , wp-config.php ফাইলটি
নোটপ্যাড
দ্বারা ওপেন করুন ( বি:দ্র: wp-config.php এই ফাইলটি ব্যাকাপে
রাখুন , আর এই ফাইলটিকে কোড ইডিটর দ্বারা ওপেন করাই ভালো , নোটপ্যাড
দ্বারা ওপেন করলে ফাইলটি নষ্ট হবার সম্ভাবনা থাকে )
define('DB_PASSWORD', 'XXXX'); |
( বি:দ্র: এখানে XXXX বলতে আপনার পাসওয়ার্ডকে বুঝানো হয়েছে ) এই কোডটি
খুজে বের করুন এবং
define('DB_PASSWORD', 'XXXX'); |
এই কোডটটি আগের কোডের উপর রিপ্লেস করুন [ বিঃদ্রঃ 'XXXX' এটার বদলে
আপনার পছন্দনুযায়ী পাসওয়ার্ড দিন , খেয়াল রাখবেন দুই পাশের দুইটা কমা
চিন্হ যেন না উঠে যায় ]
এবার ফাইলটি সেভ করুন এবং ফাইলটি পুনরায় yourdomain.com—htdocs—> এই
রুটে আপলোড করুন , রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন
এরপর হোষ্টিং প্যানেলে গিয়ে লগিন করতে হবে
(http://panel.byethost.com/panel)
এরপর Password এ যেতে হবে
তারপর New Password এবং Confirm New Password এর খালি বক্সে আপনার wp-config.php ফাইলে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে Change Password বাটনে ক্লিক করুন।
কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন
লেখকঃ তাওহিদুল ইসলাম
ব্লগঃ http://bn.rm23342334.com
ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করতে যা প্রয়োজন হবেঃ
- আপলোড করার সফট্ওয়ার (Filezilla) ডাউনলোড লিংক
- .mo ফাইল ( .mo ফাইল বিভিন্ন নামে হতে পারে যেমনঃ rm2334.mo এখানে .mo এক্কটেনশান ), ডাউনলোড লিংক
প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ
করুন ( আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে
এই পোষ্টটি পড়ুন
অথবা
এইখান থেকেও
পড়তে পারেন ), রুটটি হলো yourdomain.com —> htdocs —> wp-contents —> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান
বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে .mo আপলোড করে দিন।
এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে wp-config.php ফাইলটি খুজুন , খুজে পেলে– এখন
দুইভাবে করা যাবে
(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি
কোড ইডিটর সফ্টওয়ার(Macromedia Dreamweaver বা এই জাতীয় সফ্টওয়ার)
থাকলে ওপেন হবে
define ('WPLANG', ''); |
এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর
define ('WPLANG', 'rm2334'); |
এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন .
(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন
[ বি.দ্র. ফাইলটি নোটপ্যাড দিয়ে ইডিট করলে কোডগুলো নষ্ট হবার সম্ভাবনা
থাকে ,পারলে কোড ইডিটর সফ্টওয়ার দ্বারা ইডিট করাই ভালো ]
এখন
define ('WPLANG', ''); |
এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর
define ('WPLANG', 'rm2334'); |
এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে
গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন
[ বি.দ্র. ফাইলটি রিপ্লেস করতে গেলে carnical error দেখাতে পারে , সেক্ষেত্রে ফাইলটি ডিলেট করে তারপর wp-config.php ফাইলটি আপলোড করুন ]
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে
তারপরেও যদি বাংলা না দেখা যায় তবে এ নিয়মে করতে পারেন
(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি
কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার)
থাকলে ওপেন হবে
define('DB_CHARSET', 'utf8'); |
এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর
define('DB_CHARSET', 'UTF-8'); |
এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন .
(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন
define('DB_CHARSET', ''); |
এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর
define('DB_CHARSET', 'UTF-8'); |
এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে
গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন।
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে।
ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পরিচিতি এবং প্রয়োজনীয় সেটিংস সম্পাদন
আজ আমরা জানবো ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পরিচিতি এবং প্রয়োজনীয়
সেটিংস সম্পাদন
এই পোষ্টটি মুলত যারা ওয়ার্ডপ্রেস বাংলায় করেছেন তাদের জন্য সুবিধা হবে।
অনেকেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন কিন্তু এখনও কেউ হয়ত আছেন যে
ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড কি তাই জানেন না , আমার ভাষায় ওয়ার্ডপ্রেস
ড্যাসবোর্ড হলো আপনার ব্লগের এ্যাডমিন প্যানেল যেখান থেকে আপনি ইচ্ছা করলে
নতুন পোষ্ট যোগ , পোষ্ট মুছে ফেলতে , থিমস্ পরিবর্তন , প্রয়োজনীয় সেটিংস
সম্পাদন করতে পারেন।
প্রথমে আমাদের যা করতে হবে সেটা হলো সার্চ ইঞ্জীনকে ব্লক করা , এটি করা
জরুরী কারন নতুন কোন ব্লগ খোলা হলে তার ডিজাইনটি অসম্পূর্ণ থাকে আর সে রকম
ভালো মানের পোষ্ট থাকে না , এই অবস্হায় যদি কোন সার্চ ইঞ্জীন যদি সদ্য
খোলা ব্লগটিকে ইনডেক্স করে তাহলে পরবর্তীতে সার্চ রেজাল্টে আপনার ব্লগটি
ওইরকম অসম্পূর্ন দেখাবে।তাই এটিকে ব্লক করতে
প্রথমে সেটিংস(Settings) এ যান , সেখান থেকে গোপনীয়তা সেটিংস(Privacy Settings) এ যান , সেখানে Blog Visibility তে [ আমি চাই আমার ব্লগ সাধারণ
পাঠকের জন্য উন্মুক্ত থাকবে কিন্তু সার্চ ইঞ্জিনগুলোকে ব্লক করা হবে (I would like to block search engines, but allow normal visitors) ] তে টিক
দিয়ে পরিবর্তন সংরক্ষন করুন(Update) বাটনে ক্লিক করুন।
এখন আমরা বিভিন্ন সেটিংস মেনুর সাথে পরিচিত হবোঃ
ড্যাসবোর্ডের প্রথম
মেনু হলো পোষ্ট সমূহ (Posts)
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদনা ( Edit ) : এই সেটিংস্ থেকে আগেই কোন পোষ্ট করেছেন তা সম্পাদন
বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add new ) : এই সেটিংস্ থেকে নতুন পোষ্ট লিখতে পারবেন
* পোষ্টের ট্যাগ ( Post Tag ) : এই সেটিংস্ থেকে পোষ্টের ট্যাগ যোগ , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* বিভাগসমূহ ( Categories ) : এই সেটিংস্ থেকে পোষ্টের বিভাগ যোগ , সম্পাদন
বা মুছে ফেলতে পারবেন
ড্যাসবোর্ডের ২য় মেনু হলো মিডিয়া ( Media )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* লাইব্রেরী ( Library ) : এই মেনু থেকে আগেই আপলোডকৃত ফাইল দেখতে পারবেন , সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু নতুন কোন ফাইল আপলোড করতে পারবেন , যেমনঃ ছবি , গান , ভিডিও ইত্যাদি
ড্যাসবোর্ডের ৩য় মেনু হলো লিংকসমূহ ( Links )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদন ( Edit ) : এই মেনু থেকে আগেই তৈরীকৃত লিংকগুলোকে , সম্পাদন বা
মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন লিংক যোগ করতে পারবেন
* লিংকের বিভাগসমূহ ( Link Categories ) : এই মেনু থেকে লিংকগুলো দেখতে
পারবেন , নতুন লিংক যোগ করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন
ড্যাসবোর্ডের ৪র্থ মেনু হলো পাতাসমূহ ( Pages )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সম্পাদন ( Edit ) : এই মেনু থেকে আগেই তৈরীকৃত পাতাগুলোকে , সম্পাদন বা
মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন পাতা যোগ করতে পারবেন
ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের ৫ম মেনু হলো মন্তব্যসমূহ ( Comments )
* মন্তব্যসমূহ থেকে মন্তব্য সম্পাদন বা মুছে ফেলতে পারবেন
ড্যাসবোর্ডের ৬ষ্ঠ মেনু হলো সাজসজ্জা ( Appearance )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* থিমসমূহ ( Themes ) : এই মেনুতে আপনার আপলোডকৃত থিমস্ গুলো দেখা যাবে , এখানে থিমস্ গুলোকে আপনার ব্লগের জন্য এ্যাক্টিভেট বা ডিএ্যাক্টিভ করতে
পারেন
* উইজেডসমুহ ( Widgets ) : এই মেনু থেকে আপনি উইজেডগুলো কে আপনার ব্লগের
সাইডবারে যোগ করতে পারেন বা মুছে ফেলতে পারেন
* সম্পাদক ( Editor ) : এই মেনু থেকে আপনি এ্যাক্টিভেটকৃত থিমস্ এর বিভিন্ন
ফাইলের সোর্স কোড যোগ বা পরিবর্তন করতে পারেন
ড্যাসবোর্ডের ৭ম মেনু হলো প্লাগিনসমূহ ( Plugins )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* ইনস্টলকৃত ( Installed ) : এই মেনু থেকে আপনি ইনস্টলকৃত প্লাগিনকে
সক্রিয় করতে পারবেন , নিষ্ক্রিয় করতে পারবেন এমনকি ইনস্টলকৃত প্লাগিনটিকে
মুছে ফেলতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে নতুন প্লাগিন যোগ করতে পারবেন [
বিঃদ্রঃ ফ্রি হোষ্টিংয়ের ক্ষেত্রে এটি কাজ করবে না ]
* সম্পাদক ( Editor ) : এই মেনু থেকে আপনি ইনস্টলকৃত প্লাগিনকে পরিবর্তন
করতে পারবেন
ড্যাসবোর্ডের ৮ম মেনু হলো ব্যবহারকারীগণ ( Users )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* প্রশাশক এবং ব্যবহারকারী ( Authors & Users ) : এই মেনুতে আপনি দেখতে
পারবেন কে কে নিবন্ধন করেছে , আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীদের প্রোফাইল , নাম , পদবী পরিবর্তন করতে পারবেন
* নতুন আরেকটি ( Add New ) : এই মেনু থেকে আপনি সরাসরি একজন ব্যবহারকারী
তৈরী করতে পারবেন
* আপনার প্রোফাইল ( Your Profile ) : এই মেনু থেকে আপনার প্রোফাইল পরিবর্তন
করতে পারবেন
ড্যাসবোর্ডের ৯ম মেনু হলে যন্ত্রপাতি ( Tools )
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* যন্ত্রপাতি ( Tools ) : এই মেনু থেকে আপনি Turbo: Speed up WordPress এই
ফাইলটি ডাউনলোড করে আপনার ব্লগের গতি বাড়াতে পারেন [ বিঃদ্রঃ এই ফাইলটি
ডাউনলোড করলে শুধু মাত্র আপনার ব্রাউজিং এর ক্ষেত্রে গতি বাড়বে , আপনার
ব্লগ পরিদর্শনকারীদের গতি বাড়বে না ]
* আমদানী ( Import ) : এই মেনু থেকে আপনি নিম্নো লিখিত প্লাটফর্ম থেকে
আমদানী করতে পারবেন
Blogger , Blogroll , Blogware , Bunny's Technorati Tags , Categories and Tags Converter , DotClear , GreyMatter , Jerome's Keywords , LiveJournal , Movable , RSS , Simple Tagging , Textpattern , Ultimate Tag Warrior , WordPress
* রপ্তানী ( Export ) : এই মেনু থেকে আপনি আপনার পোষ্ট , ক্যাটেগরী , ট্যাগ , মন্তব্য গুলোকে আপনার লোকাল পিসিতে সংরক্ষন করে রাখতে পারবেন
* আপগ্রেট ( Upgrade ) : এই মেনু থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস
স্ক্রিপ্টটিকে আপডেট করতে পারবেন [ বিঃদ্রঃ ফ্রি হোষ্টিংয়ের ক্ষেত্রে এটি
কাজ করবে না ]
ড্যাসবোর্ডের ১০ম সেটিংস্ মেনু হলো সেটিংসসমূহ(Settings)
এর আন্ডারের মেনু গুলো বর্ণনা করা হলো
* সাধারন ( General ) :
=================
> সাইট শিরোনাম ( Blog Title ) : এখানে আপনার ব্লগের শিরোনাম দিন
> সংক্ষিপ্ত বর্ণনা ( Description ) : এখানে আপনার ব্লগের সংক্ষিপ্ত
বর্ণনা দিন
> ওয়ার্ডপ্রেসের ঠিকানা ( URL ) : এটি দেওয়াই থাকবে পরিবর্তন করার
দরকার নাই
> ই-মেইল এ্যাড্রেস ( Email ) : আপনার ই-মেইল এ্যাড্রেস
> সদস্যপদ ( Membership ) : এখানে বলছে আপনি কি আপনার ব্লগে নিবন্ধন
করার সুযোগ দিবেন , যদি দিতে চান তাহলে টিক দিন
> নতুন ব্যবহারকারীর ডিফল্ট পদবী ( New User Default Role ) : এখানে
আপনার ব্লগের নিবন্ধিত সদস্যের পদবী দিতে পারেন , যে আপনার নিবন্ধিত
ব্যবহারকারী ব্লগে লিখবে নাকি শুধুমাত্র গ্রাহক হবে নাকি আপনার ব্লগ
পরিচালনা করবে
> সময়-মান মণ্ডল ( Timezone ) : এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিন
> সপ্তাহের প্রথম দিন ( Week Starts On ) : এখানে আপনি যে কোন বার দিতে
পারেন , সুবিধার ক্ষেত্রে শনিবার দিন
তারপর পরিবর্তন সংরক্ষন করুন ( Update ) বাটনে ক্লিক করুন
* লেখালিখি ( ) :
============
> পোস্ট লেখার ঘরের আকার ( Size of the post box ) : এখানে আপনার
পছন্দমত দিন
> পোস্টের ডিফল্ট বিভাগ ( Default Post Category ) : এখানে ডিফল্ট
হিসাবে Uncategorized দেওয়া থাকে আপনি এটি পরিবর্তন করতে পারেন
> লিংকের ডিফল্ট বিভাগ ( Default Link Category ) : এখানে ডিফল্ট হিসাবে Blogroll দেওয়া থাকে আপনি এটি পরিবর্তন করতে পারেন
তারপর পরিবর্তন সংরক্ষন করুন ( Update ) বাটনে ক্লিক করুন
* পঠন ( ) :
=========
> প্রথম পাতায় কি দেখানো হবে? ( Front page displays ) : এখানে দুটি
অপশন আছে একটি আপনার লেখা পোষ্টগুলি প্রথম পাতায় রাখতে চাইলে আপনার
সর্বশেষ পোস্টগুলি এই অপশন সিলেক্ট করুন
আর যদি আপনার পোষ্টগুলি অন্য পাতায় রাখতে চান
একটি নির্দিষ্ট পাতা (নিচে পছন্দ করুন) [ A static page (select below) ] এই অপশন সিলেক্ট করুন তারপর
প্রথম পাতা ( Front page ) : এখান থেকে কোন পাতা প্রথম পাতা হবে সেটা
সিলেক্ট করে দিন
পোস্টের পাতা ( Posts page ) : এখান থেকে কোন পাতা পোষ্টের পাতা হবে সেটা
সিলেক্ট করে দিন
> ব্লগের প্রতি পাতায় সর্বোচ্চ পোস্ট দেখানো হবে ( Blog pages show at most ) : আপনার পছন্দমত দিন
> সিন্ডিকেশন ফিডে সর্বোচ্চ পোস্ট দেখানো হবে ( Syndication feeds show the most recent ) : আপনার পছন্দমত দিন
> পাতা এবং ফিডের জন্য কোন এনকোডিং ব্যবহৃত হবে? ( Encoding for pages and feed ) : এখানে UTF-8 দিন
তারপর পরিবর্তন সংরক্ষন করুন ( Update ) বাটনে ক্লিক করুন
ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগইন সেট-আপ !!
লেখকঃ ফাহিম রেজা (বাঁধন)
ব্লগঃ http://bdtutorial24.com
সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম । আমি ওয়ার্ডপ্রেস
নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে ছিলাম । আজ আমি এই
ধারাবাহিক টিউটোরিয়াল
লিখতে যাচ্ছি । আর আজকের বিষয় হল ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট-আপ
। ত আর দেরি না করে কাজে আসা যাগ ।
এর আগে আপনারা
অনলাইন ফাইল
ম্যানেজার দিয়ে
যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন ঠিক একই
ভাবে আপনি থীম এবং প্লাইগন সেট-আপ করতে পারবেন । নিম্নে আমি ধাপে ধাপে
বর্ননা করলাম ।
থীম সেট-আপ
১ম ধাপ:
প্রথম এই আপনি আপনার প্রিয় কোন থীম
ডাউনলোড
করে নিন । এবার আপনার
হোষ্টিং সিপ্যানেল [
http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
২য় ধাপ:
এবার থীম আপলোড করার পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।
৩য় ধাপ :
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব
খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে
তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।
৪র্থ ধাপ :
htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর themes প্রবেশ করুন এবং তাতে আপনার প্রিয় থীম টা আপলোড করে দিন ঠিক যে ভাবে
সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /themes এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার
ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ
লগইন করুন ।
৫ম ধাপ :
আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড
দিয়ে এ লগইন করার পর এবং
ড্যাশবোর্ড এ জান এবং এপেয়ারেন্স মেনু [Appearance menu ] থেকে থীম এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রিয় যে
থীম টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা
অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক
করুন । ব্যস কাজ শেষ ।
প্লাগইন সেট-আপ
থীম সেট-আপ এর তিন নং ধাপ পযন্ত একই , আগে আপনি যে প্লাগইন ব্যবহার করতে
চান তা ডাউনলোড করে নিন এবং তার পর নিচের ধাপ গুলো লক্ষ্য করুন ।
৪র্থ ধাপ :
htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর Plugin প্রবেশ করুন এবং তাতে আপনার প্রয়োজনিয় Plugin টা আপলোড করে দিন ঠিক
যে ভাবে
সার্ভারে ওয়ার্ডপ্রেস এবং থীম সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /Plugin এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ
শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও
পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
৫ম ধাপ :
আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড
দিয়ে এ লগইন করার পর এবং
ড্যাশবোর্ড এ জান এবং প্লাগইন মেনু [Plugin menu ] থেকে প্লাগইন এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রয়োজনিয় যে প্লাগইন
টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন
পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন ।
ব্যস কাজ শেষ ।
এবার আপনি আপনার প্রিয় থীম ও প্রয়োজনিয় Plugin ব্যবহার করা শুরু
করুন……….