নামঃ খালিদ হাসান
পেশাঃছাত্র
জন্মস্থানঃ খুলনা
স্থায়ী ঠিকানাঃ যশোর
=============================================================================
Name: Khalid Hasan
Occupation: Student
Born Place: Khulna
Present Adress: Jessore
==============================================================================
আমার কথাঃ
পরিচয় অনেক আগেই দিয়েছি। নতুন করে কিছু বলব না। আমার আবার কম লিখতে বেশি ভাল লাগে।ব্লগিং এর যাত্রা শুরু কিছুদিন আগে থেকে এর আগে ব্লগিং সম্পর্কে আমার কোনো ধারনা ছিল না। বাংলায় বিভিন্ন ব্লগ পড়ে ব্লগিং সম্পর্কে অনুপ্রানিত হই। আমি এই ব্লগটি তৈরীর পূর্বে টেকটিউন্স ও বিজ্ঞানপ্রজুক্তি.কম ব্লগে ব্লগিং করতাম এবং এখনো করি। টেকি বিষয়ক ব্লগ আমার খুব ভাল লাগে।এই ব্লগটিকেও আমি সেভাবে তৈরীর চেষ্টা করেছি।এই ব্লগ পড়তে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় তবে কোনো প্রকার ইতস্ত বোধ না করে আমাকে জানাবেন।ধন্নবাদ