রবিবার, ৬ জুন, ২০১০

ব্লগারে খুব সহজেই যুক্ত করুন Table of contents বা ব্লগের সাইটম্যাপ

Table of contents বা ব্লগের সাইটম্যাপ এমন একটি উইজেট যেখানে ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত লেখার একটা সম্পুর্ণ সূচী থাকবে।ব্লগ পোস্টের সমস্ত লিংক ১, ২, ৩ ক্রমিক নম্বর ধারাবাহিকভাবে দেখিয়ে একটিমাত্র পাতায় প্রদর্শিত হবে।সেই সাথে পোস্টের তারিখ পোস্টের নামের সাথে সংযুক্ত হয়েছে। এই উইজেটটি একটি ব্লগের জন্য খুবি কার্যকর। আপনার ব্লগের ভিজিটর খুব সহজেই একটি পাতাই ক্লিক করে সমস্ত পোস্টের একটি সূচী দেখতে পাবেন।আজকে খুব সহজেই ব্লগে Table of contents স্থাপনের সহজ একটি পদ্বতি আপনাদের জানাবো
  • তাহলে প্রথেই আপনি আপনার আইডি দিয়ে Blooger.com এ লগিন করুন।
  • তারপর Post Editor এ গিয়ে একটা নতুন পোস্ট নিন এবং ইচ্ছামত একটি শিরোনাম দিন।
  • এবার পোস্ট যেখানে লিখতে হয় সেখানে নিচের কোডটি লিখবেন।



<script style="text/javascript" src="http://www.yourjavascript.com/0165020217/bloggertableofcontent.js.txt.js"></script>
<script src="http://YourBlogURL/feeds/posts/default?max-results=500&alt=json-in-script&callback=loadtoc"></script>






  • এবার আপনি আপনার পোস্টটি প্রকাশ করুনখেয়াল রাখবেন কোডটির যেখানে YourBlogUrl লেখা আছে সেখানে আপনার ব্লগের Url টি লিখতে হবে।
  • আরেকটি বিষয় আপনি যদি আপনার ব্লগস্পটের ডোমেইন পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তিতে কোডে লেখা YourBlogUrl এ আপনার নতুন ডোমেইনটি লিখতে হবে।

এবার আসা যাক ছোট্ট একটা মডিফিকেশনে।কোডটি আপনি আপনার ব্লগে স্থাপনের পর আপনার ব্রাউজারের অপর একটি ট্যাবে পোস্টটি অপেন করুন। পোস্টের একেবারে নিচে দেখতে পাবেন নিচের ছবির মত একটা লিঙ্ক।
এখানে লেখা SiteMap By PositiveBangladesh। এটি আপনি পরিবর্তন করে নিজের পরিচয়টি বসাতে পারেন।
  • তাহলে প্রথমেই আপনি এই www.yourjavascript.com/0165020217/bloggertableofcontent.js.txt.js ঠিকানাই গেলে একটা Javascript কোড পাবেন কোডটুকু আপনি Notepad অপেন করে তাতে পেস্ট করবেন এবং সেভ করবেন।
  • এবার Notepad এর Edit মেনু থেকে Find এ ক্লিক করুন অথবা ctrl+f চাপুন এবং নিন্মোক্ত কোডটি সার্চ করুন।


('<br/><a href="http://www.pobd.co.cc" style="font-size: 8px; text-decoration:none; color: #616469;">SiteMap By PositiveBangladesh</a></br/>')


  • এখানে pobd.co.cc লেখা স্থানে আপনার লিঙ্কটি দিন এবং SiteMap By PositiveBangladesh লেখা স্থানে আপনার ইচ্ছামত একটি নাম দিন।
  • এরপর সম্পুর্ন Notepad টি .js ফরম্যাটে সেভ করুন এবং এই সাইটে গিয়ে আপনার ই-মেইল আড্রেসটি দিয়ে .js ফাইলটি আপলোড করুন। আপনার ই-মেইলে একটি লিঙ্ক চলে যাবে।
  • সেই লিঙ্কটি প্রথম কোডের প্রথম লিঙ্কে বসিয়ে দেবেন।
  • ব্যস কাজ শেষ।

আজ এই পর্যন্ত।সবাই সুস্থ থাকুন ভাল থাকুন সেই কামনা করি।



Share/Bookmark

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

ট্যাগ

অফিস (1) অ্যাডোবি (1) আগুনের ইফেক্ট (1) আফ্রিকান (1) আর্জ-মি (1) আলোছায়া (1) ইউএসবি (1) ইন্টারনেট (2) ইন্টারনেট টুলস (1) ইমেইল (1) ইরফানভিউ (1) উইজেট (1) উইন্ডোজ (3) উইন্ডোজ ‍এক্সপি (1) এক্সপি (1) ওপেন সোর্স (1) ওয়াপ (1) ওয়েব ডিজাইন (2) ওয়েবপেজ (1) ওয়েবসাইট (3) কনভার্ট (1) কম্পিউটার (1) খবর (1) গান (1) গেটওয়ে (1) গ্র্যাডিয়েন্ট (1) জাতীয় দৈনিক (1) টিপস (1) টিপস এন্ড ট্রিকস (6) টেক্সচার (1) টেম্পলেট (1) টেম্পলেট মনস্টার্স (1) ট্রান্সপারেন (1) ডাউনলোড (1) ডাউনলোড অ্যাকসিলারেট (1) ডিভিডি (1) ডোমেইন (1) তথ্য প্রযুক্তি (1) তুষার (1) ত্রিমাত্রিকভাবে (1) থিমফরেস্ট (1) থীম (1) থ্রিডি গ্লোব (1) নেটবুক (1) নোটপ্যাড (1) পেনড্রাইভ (1) প্রয়োগ (1) ফটোশপ (4) ফায়ারফক্স (1) ফেসবুক (1) ফ্রী (1) বাংলা (1) বাংলা কম্পিউটিং (1) বাংলাদেশ (1) বিমটোনস (1) ব্রাউজ (1) ভিএলসি মিডিয়া (1) ভিডিও (1) ভিসতা (1) মাইক্রোসফট (1) মোবাইল (1) রাবার স্ট্যাম (1) রেজিট্রেশন (1) লাইটিং ইফেক্ট (1) ল্যাঙ্গুয়েজ (1) সফটওয়্যার (1) সাইটম্যাপ (1) সামাজিক যোগাযোগ (1) সার্চ (1) সিডি (1) হুসপার (1) Komku-SP-usb (1) Opacity (1) Screen mode (1) Subtle Effec (1) Table of contents (1) Transparency (1)