রবিবার, ৩০ মে, ২০১০

কয়েকটি মজার ও প্রয়োজনীয় সাইট

দ্রুত কালের গর্ভে হারিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত, পল অনুপল, তাকে ধরার কোনো উপায় নেই। কিন্তু জানার উপায় তো আছে! এ মুহূর্তে ঢাকার সময় যদি বিকাল সাড়ে পাঁচটা হয় তাহলে লন্ডনের সময় কত? জোহোনেসবার্গে যদি সন্ধ্যা ছয়টা বাজে তাহলে ওয়াশিংটন ডিসিতে কত? বিভিন্ন সময় এরকমের গুরুত্বপূর্ণ তথ্য জানা আমাদের প্রয়োজন হতে পারে। আর তখন যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার সামনে থাকে তাহলেই আর গোটা বিশ্বের চলতি সময় জানার জন্য কষ্ট করতে হবে না।


Share/Bookmark

কম্পিউটিং এর জন্য কিছু অসাধারণ টিপস এন্ড ট্রিকস

কম্পিউটার তথা তথ্য প্রযুক্তিকে সফল ও সুন্দরভাবে ব্যবহার করতে চাইলে ট্রিকস-এর কোনো বিকল্প নেই। এসব টিপস-এর সাহায্যে অল্প পরিশ্রমে কঠিন কাজ করা যায়, তেমনি যায় বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে কম্পিউটিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করা। এসব ট্রিকস ব্যবহারে আপনার কম্পিউটার হয়ে উঠবে আরো অর্থবোধক, আরো কার্যকর।আজকে আমি কিছু নতুন টিপস এন্ড ট্রিকস দিব।নতুন বলা ঠিক হবে না। অনেকেরই জানা।তবে যারা জানেন না তারা এই টিউনটি একবার পড়ে দেখতে পারেন।
Share/Bookmark

সেরা কয়েকটি ওপেন সোর্স ওয়েব ডিজাইনিং টুলস

ইন্টারনেটে এমন বেশ কয়েকটি ওপেন সোর্স অ্যাপিকেশন পাওয়া যায় যা ওয়েব পেজ ডিজাইনারদের প্রচুর সাহায্য করতে পারে। ওপেন সোর্স অ্যাপিকেশন ব্যবহার নানা কারণেই সুবিধাজনক। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো ফ্রি এবং এগুলো তৈরি ও উন্নয়নের পেছনে নিয়োজিত থাকেন নিবেদিতপ্রাণ অনেক ডেভেলপার। এঁদের নিঃস্বার্থ শ্রমে ধীরে ধীরে উৎকর্ষের পথে এগিয়ে যায় এসব সফটঅয়্যার, যা বাণিজ্যিক সফটঅয়্যারগুলোর ক্ষেত্রে ঘটে না। আজকে এমনই কয়েকটি ওপেন সোর্সভিত্তিক সফটঅয়্যার অ্যাপিকেশনের কথা আলোচনা করব যেগুলো ওয়েব ডিজাইনারদের খুবই কাজে আসবে।


Share/Bookmark

ইন্টারনেট ওয়েবসাইটকে ওয়াপ সাইট(Mobile Version)বানান অতি সহজে



Share/Bookmark

কম্পিউটিং এর জন্য কিছু অসাধারণ টিপস এন্ড ট্রিকস

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে গিয়ে আমরা নানা রকম সফটঅয়্যার ব্যাবহার করে থাকিকম্পিউটার সুস্থ-সবল রাখার জন্য আমরা বিভিন্ন সফটঅয়্যার ব্যাবহার করি তাই আজ প্রায় ৩৪টি মত সফটঅয়্যার এর ডাউনলোড লিঙ্ক তাদের কার্জকারিতা আজ টিউনটি করলামসফটঅয়্যার গুলা ডাউনলোড করতে কোনো অর্থ প্রয়োজন হবে নাএগুলা সম্পুর্ন ফ্রীওয়্যারহয়তবা অনেকেই এগুলা ব্যাবহার করে ফেলেছেনআবার অনেকে হয়ত করেনিতাই যারা করেননি তাদের জন্য এই ৩44৪টি সফটঅয়্যার খুব উপকারে আসবে


Share/Bookmark

মঙ্গলবার, ২৫ মে, ২০১০

বাংলা ভাষায় ব্যবহার করুন ভিসতা ও অফিস ২০০৭

,মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস ২০০৭ (স্ট্যান্ডার্ড এডিশন) ব্যবহারকারীদের জন্য বাংলাদেশী বাংলা ইন্টারফেস প্যাক ব্যবহারের সুযোগ প্রদান করেছে মাইক্রোসফট। বাংলাদেশের ১৫ কোটি মানুষের জন্য মাইক্রোসফট তার লোকাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এর অধীনে এই ব্যবস্থা করেছে যাতে করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে ভাষা কোন প্রতিবন্ধ হয়ে না দাঁড়ায়।


Share/Bookmark
 

ট্যাগ

অফিস (1) অ্যাডোবি (1) আগুনের ইফেক্ট (1) আফ্রিকান (1) আর্জ-মি (1) আলোছায়া (1) ইউএসবি (1) ইন্টারনেট (2) ইন্টারনেট টুলস (1) ইমেইল (1) ইরফানভিউ (1) উইজেট (1) উইন্ডোজ (3) উইন্ডোজ ‍এক্সপি (1) এক্সপি (1) ওপেন সোর্স (1) ওয়াপ (1) ওয়েব ডিজাইন (2) ওয়েবপেজ (1) ওয়েবসাইট (3) কনভার্ট (1) কম্পিউটার (1) খবর (1) গান (1) গেটওয়ে (1) গ্র্যাডিয়েন্ট (1) জাতীয় দৈনিক (1) টিপস (1) টিপস এন্ড ট্রিকস (6) টেক্সচার (1) টেম্পলেট (1) টেম্পলেট মনস্টার্স (1) ট্রান্সপারেন (1) ডাউনলোড (1) ডাউনলোড অ্যাকসিলারেট (1) ডিভিডি (1) ডোমেইন (1) তথ্য প্রযুক্তি (1) তুষার (1) ত্রিমাত্রিকভাবে (1) থিমফরেস্ট (1) থীম (1) থ্রিডি গ্লোব (1) নেটবুক (1) নোটপ্যাড (1) পেনড্রাইভ (1) প্রয়োগ (1) ফটোশপ (4) ফায়ারফক্স (1) ফেসবুক (1) ফ্রী (1) বাংলা (1) বাংলা কম্পিউটিং (1) বাংলাদেশ (1) বিমটোনস (1) ব্রাউজ (1) ভিএলসি মিডিয়া (1) ভিডিও (1) ভিসতা (1) মাইক্রোসফট (1) মোবাইল (1) রাবার স্ট্যাম (1) রেজিট্রেশন (1) লাইটিং ইফেক্ট (1) ল্যাঙ্গুয়েজ (1) সফটওয়্যার (1) সাইটম্যাপ (1) সামাজিক যোগাযোগ (1) সার্চ (1) সিডি (1) হুসপার (1) Komku-SP-usb (1) Opacity (1) Screen mode (1) Subtle Effec (1) Table of contents (1) Transparency (1)