রবিবার, ৩০ মে, ২০১০

ইন্টারনেট ওয়েবসাইটকে ওয়াপ সাইট(Mobile Version)বানান অতি সহজে


FireShot capture #015 - 'Skweezer' - skweezer_com

এখানে লাল মার্ককৃত স্থানে আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিন।তারপর এখান থেকে আপনাকে সরাসরি আপনার ওয়াপ সাইটে নিয়ে যাবে।সেখানে মূল ওয়েবসাইটের কিছু পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে।

এবার আসুন আপনার ওয়েব ব্রাউজারে যে লিঙ্কটি পাবেন সেটা ফরওয়ার্ডিং বা মাস্কিং করতে হবে। যেমনটি ধরুন আমি আমার সাইটি সার্চ বক্সে সার্চ দেয়ার পর তারা সরাসরি আমার ওয়াপসাইটে নিয়ে গেছে। সেখানে ওয়েব ব্রাউজারে এমন একটা লিঙ্ক পাবেন

http://www.skweezer.com/s.aspx?q=infobd24.weebly.com  এখন আমি এটাকে ফরওয়ার্ডিং করে mobinfobd24.tk করেছি। এভাবে আপনি আপনার সাইটের ওয়াপসাইট তৈরী করতে পারবেন। আমার ওয়েবসাইটির মূল ইন্টারনেট ভার্সন infobd24.tk trans ইন্টারনেট ওয়েবসাইটকে ওয়াপ সাইট(Mobile Version)বানান অতি সহজে | Techtunes সমস্যাসমূহঃ যেহতু এটি একটা ফ্রী সার্ভিস তাই ওয়াপ ভার্সন করার আপনি আপনার সাইটে skweezer এর এড দেখতে পাবেন।এই এড সাইটের একেবারে উপরে বা শেষে থাকতে পারে। আপনারা Demo স্বরূপ উপরের সাইটি দেখতে পারেন

Share/Bookmark

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

ট্যাগ

অফিস (1) অ্যাডোবি (1) আগুনের ইফেক্ট (1) আফ্রিকান (1) আর্জ-মি (1) আলোছায়া (1) ইউএসবি (1) ইন্টারনেট (2) ইন্টারনেট টুলস (1) ইমেইল (1) ইরফানভিউ (1) উইজেট (1) উইন্ডোজ (3) উইন্ডোজ ‍এক্সপি (1) এক্সপি (1) ওপেন সোর্স (1) ওয়াপ (1) ওয়েব ডিজাইন (2) ওয়েবপেজ (1) ওয়েবসাইট (3) কনভার্ট (1) কম্পিউটার (1) খবর (1) গান (1) গেটওয়ে (1) গ্র্যাডিয়েন্ট (1) জাতীয় দৈনিক (1) টিপস (1) টিপস এন্ড ট্রিকস (6) টেক্সচার (1) টেম্পলেট (1) টেম্পলেট মনস্টার্স (1) ট্রান্সপারেন (1) ডাউনলোড (1) ডাউনলোড অ্যাকসিলারেট (1) ডিভিডি (1) ডোমেইন (1) তথ্য প্রযুক্তি (1) তুষার (1) ত্রিমাত্রিকভাবে (1) থিমফরেস্ট (1) থীম (1) থ্রিডি গ্লোব (1) নেটবুক (1) নোটপ্যাড (1) পেনড্রাইভ (1) প্রয়োগ (1) ফটোশপ (4) ফায়ারফক্স (1) ফেসবুক (1) ফ্রী (1) বাংলা (1) বাংলা কম্পিউটিং (1) বাংলাদেশ (1) বিমটোনস (1) ব্রাউজ (1) ভিএলসি মিডিয়া (1) ভিডিও (1) ভিসতা (1) মাইক্রোসফট (1) মোবাইল (1) রাবার স্ট্যাম (1) রেজিট্রেশন (1) লাইটিং ইফেক্ট (1) ল্যাঙ্গুয়েজ (1) সফটওয়্যার (1) সাইটম্যাপ (1) সামাজিক যোগাযোগ (1) সার্চ (1) সিডি (1) হুসপার (1) Komku-SP-usb (1) Opacity (1) Screen mode (1) Subtle Effec (1) Table of contents (1) Transparency (1)