রবিবার, ৩০ মে, ২০১০

কম্পিউটিং এর জন্য কিছু অসাধারণ টিপস এন্ড ট্রিকস

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে গিয়ে আমরা নানা রকম সফটঅয়্যার ব্যাবহার করে থাকিকম্পিউটার সুস্থ-সবল রাখার জন্য আমরা বিভিন্ন সফটঅয়্যার ব্যাবহার করি তাই আজ প্রায় ৩৪টি মত সফটঅয়্যার এর ডাউনলোড লিঙ্ক তাদের কার্জকারিতা আজ টিউনটি করলামসফটঅয়্যার গুলা ডাউনলোড করতে কোনো অর্থ প্রয়োজন হবে নাএগুলা সম্পুর্ন ফ্রীওয়্যারহয়তবা অনেকেই এগুলা ব্যাবহার করে ফেলেছেনআবার অনেকে হয়ত করেনিতাই যারা করেননি তাদের জন্য এই ৩44৪টি সফটঅয়্যার খুব উপকারে আসবে

অ্যাডভান্সড সিস্টেম কেয়ার ফ্রি

আপনার পিসির সুরক্ষা বিধান, সমস্যা সমাধান এবং পিসিকে অবাঞ্চিত প্রোগ্রামের জটলা থেকে মুক্ত রাখতে দারুণ কার্যকরী এই সফটঅয়্যার

ওয়েব ঠিকানা: http://www.iobit.com/advancedwindowscareper.html

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার ফ্রি

আপনার পিসি- রেজিস্ট্রি (একটি ডাটাবেস যেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সেটিং এবং অপশন সংরক্ষিত থাকে) ক্লিন করে পিসির গতি বৃদ্ধি করার জন্য প্রয়োজন হবে এই ফ্রি ইউটিলিটিটিইউজার ইন্টারফেসটি খুবই ভাল

ঠিকানা: http://www.wisecleaner.com

সিসিক্লিনার

কম্পিউটার সিস্টেমকে জঞ্জালমুক্ত করার মাধ্যমে এর পারফরমেন্স বাড়াতে সাহায্য করবে এটিএটি ব্রাউজার হিস্ট্রি, ট্র্যাশ ফাইল, টেম্পোরারি ফাইল এবং লগ ফাইল ক্লিন করতে পারেএছাড়া অব্যবহৃত প্রোগ্রাম আনইনস্টল করার ব্যাপারেও এটি পাকা

ওয়েব ঠিকানা: http://www.ccleaner.com

অ্যাডোব রিডার .

জনপ্রিয় এই ইউটিলিটির সাহায্যে আপনি সব পিডিএফ ডকুমেন্ট খুলতে এবং সেগুলোতে কাজ করতে পারবেনএছাড়া সব অ্যাডোব পিডিএফ ফাইল দেখা, অনুসন্ধান করা, ডিজিটাল স্বাক্ষর দেয়া এবং প্রিন্ট করার কাজও সারতে পারবেন অনায়াসে

ঠিকানা: http://get.adobe.com/reader/

পিডিএফ এক্সচেঞ্জ

এর স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে আছে: কমেন্ট অ্যানোটেশন যোগ করা, কাস্টম স্ট্যাম্প সংযুক্ত করা, পিডিএফ পেজে সরাসরি টাইপ করা, পিডিএফ পেজ থেকে সরাসরি টেক্সট নেয়া (এক্সট্রাক্ট করা) ইত্যাদি

ঠিকানা: http://www.docu-track.com

এভিজি এন্টি ভাইরাস ফ্রি এডিশন

বিভিনড়ব ধরনের ভাইরাস স্পাইঅয়্যার প্রতিরোধে প্রোগ্রামটির সক্ষমতা প্রমাণিতএটি উইন্ডোজ এক্সপি পরবর্তী উইন্ডোজ ভারসনগুলোর সঙ্গে কমপ্যাটিবল

ওয়েব ঠিকানা: http://free.avg.com/ww-en/homepage

এভিরা এন্টিভির

প্রফেশনাল ফ্রি এডিশন বিভিনড়ব ভাইরাস, স্পাইঅয়্যার, ওয়ার্ম ট্রোজানের বিরুদ্ধে আপনার কম্পিউটারের মৌলিক প্রতিরক্ষা নিশ্চিত করে৫টি ভিনড়ব ভিনড়ব ভাষায় পাওয়া যায়

ওয়েব ঠিকানা: http://www.freeav. com/en/products/index.html

আভান্ট ব্রাউজার

মৌলিক ওয়েব ব্রাউজিং সক্ষমতার পাশাপাশি এর অন্যান্য ফিচারের মধ্যে আছে বুকমাকর্, আরএসএস ফিড, কনফিগারেশন এবং ওয়েব পাসওয়ার্ড সেভ করে রাখার ব্যবস্থা

ওয়েব ঠিকানা:

http://www.avantbrowser.com/

১০ওপেনঅফিস .

এটি উইন্ডোজের জন্য একটি ওপেন সোর্স অফিস স্যুইটএরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হযেছেমাইμোসফট ওয়ার্ড এবং এক্সেলের যোগ্য বিকল্প হিসেবে স্বীকৃতএকই সঙ্গে প্রেজেন্টেশন, ডাটাবেস ব্যবস্থাপনা ইত্যাদির জন্য নির্ভরযোগ্য অ্যাপিকেশনও এই স্যুইটে আছে

ওয়েব ঠিকানা: http://www.openoffice.org/

১১ ড্রপবক্স

সফটঅয়্যাটির সাহায্যে আপনি অনলাইনে আপনার ফাইলগুলো সেভ অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেনসর্বোচ্চ গিগাবাইট ডাটা ড্রপবক্সে রাখা যাবেইন্টারনেটে ফাইল শেয়ারিং-এর সুবিধার জন্য ড্রপবক্স প্রচুর জনপ্রিয়তা পেয়েছে

ওয়েব ঠিকানা: https://www.dropbox.com/

১২ স্কাইপে

এটি একটি ভিওআইপি ভিত্তিক অ্যপিে কশন যার সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ভয়েস কল করতে পারবেনকম্পিউটার থেকে কম্পিউটারেও ফ্রি কল করতে পারবেন

ওয়েব ঠিকানা:

http://www.skype.com/intl/en

১৩ স্মার্ট ডিফ্র্যাগ

উইন্ডোজ- যদিও ডিস্ক ডিফ্র্যাগমেন্টরনামে একটি ইউটিলিটি আছে, সেটির চাইতে স্মার্ট ডিফ্র্যাগ নামের এই ইউটিলিটিটি আরো কার্যকর

ওয়েব ঠিকানা:

http://www.iobit.com/iobitsmartdefrag.html

১৪ ডাউনলোড অ্যাকসিলারেটর পাস

ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড ব্যবস্থাপনা করার জন্য খুবই নির্ভরযোগ্য সফটঅয়্যার ৩৮টি ভিন ভাষায় পাওয়া যায়

ওয়েব ঠিকানা: http://www.speedbit.com/

১৫ ফ্ল্যাশ পেয়ার

ফ্ল্যাশ দিয়ে তৈরি মাল্টিমিডিয়া প্রোগ্রাম পেকরার জন্য আদর্শ সফটঅয়্যারওয়েব ঠিকানা: http://www.adobe.com/products/flashplayer/

১৬ভিএলসি মিডিয়া পেয়ার

ডিভিডি, ভিসিডি এবং বিভিনড়ব মিডিয়া প্রটোকলের সঙ্গে কাজ করতে পারে এই মিডিয়া পেয়ারটিএমপিইজি-, এমপিইজি-, এমপিইজি-, এমপিথ্রি, ডিভএক্স ইত্যাদি অডিও ভিডিও ফরম্যাট সমর্থন করে

ঠিকানা: http://www.videolan.org/vlc/

১৭ইউটিউব ডাউনলোডার

ইউটিউব, গুগল ভিডিও, ইয়াহু ভিডিও এবং আরো অনেক সাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কার্যকর সফটঅয়্যার প্রোগ্রামএছাড়া ডাউনলোড করা ভিডিওকে আইপড, আইফোন, সেল ফোন, পিএসপি, উইন্ডোজ মিডিয়া, এক্সভিআইডি এবং এমপিথ্রি- জন্য ফরম্যাটও করে নেয়া যাবে

ওয়েব ঠিকানা:

www.youtubedownload.altervista.org

১৮ ইরফানভিউ

একটি ইমেজ ভিউয়ার প্রোগ্রাম, যেটির সাহায্যে বিভিনড়ব ফরম্যাটের ভিডিও/অডিও ফাইল প্রদর্শন, সম্পাদনা কনভার্ট করা যায়এর বিভিনড়ব বৈশিষ্ট্যের মধ্যে আছে ব্যাচ কনভারশন, মাল্টিপাগ টিআইএফ এডিটিং, ফাইল সার্চ, ইমেইল অপশন ইত্যাদি

ওয়েব ঠিকানা: www.irfanview.com

১৯নোটপ্যাড

একাধিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য সাপোর্ট সমৃদ্ধ প্রোগ্রামটি একটি আদর্শ সোর্স কোড এডিটর হিসেবে স্বীকৃতএর সার্চ এন্ড রিপেস অপশনটিও দারুণআছে উনড়বত বুকমার্কিং এবং মাল্টি-ডকুমেন্ট সাপোর্ট ফিচারও

ওয়েব ঠিকানা: http://notepadplus.sourceforge.net/uk/site.htm

২০টেক্সটপ্যাড

এই টেক্সট এডিটর প্রোগ্রামটির সাহায্যে বিশাল সব ফাইলকে সম্পাদনা করা যায়অনড়বত সার্চ এন্ড রিপেস, একই সঙ্গে একাধিক ফাইল এডিট করার সুবিধাসহ অন্যান্য ফিচার একে আকর্ষণীয় করে তুলেছে

ওয়েব ঠিকানা:

http://www.textpad.com/

২১ওয়ার্ড ওয়েব

দেড় লক্ষের মত ইংরেজি শব্দের সংজ্ঞা, সমার্থক শব্দ এবং ব্যবহারবিধি পাওয়া যাবে এই প্রোগ্রামে এছাড়া আছে উচ্চারণ করে শোনানোর ব্যবস্থাও

ওয়েব ঠিকানা: http://wordweb.info/

২২অ্যাপায়ানএফএলভি পেয়ার .

যে কোনো পিসিতে ফ্ল্যাশ ভিডিও ফাইল পেকরে পারেএছাড়া আছে ফ্রি অডিও/ভিডিও রেকর্ডার এবং কনভার্টার অপশনও

ওয়েব ঠিকানা:

http://applian.com/flvplayer/

২৩ইয়েসাস পার্টিশন ম্যানেজার

হার্ড ড্রাইভের পার্টিশন ব্যবস্থাপনার জন্য একটি চমৎকার সফটঅয়্যারএর সাহায্যে ডাটা লস ছাড়াই নির্বিঘেড়ব পার্টিশন রিসাইজ এবং মুভ করানো যায়এছাড়া পার্টিশন তৈরি, মার্জ, স্পিট,ডিলিট এবং পরম্যাট করায়ও এটি পারদর্শীহার্ড ড্রাইভে টেরাবাইট পর্যন্ত পার্টিশন সাপোর্ট করে

ওয়েব ঠিকানা: http://www.partitiontool.com/personal.htm

২৪ আনডিলিট পাস

ভুল করে ডিলিট করে ফেলা ফাইল পুনরুদ্ধারের জন্যই তৈরি হয়েছে এই প্রোগ্রামএকই সঙ্গে স্মার্ট মিডিয়া, কমপ্যাক্ট ফ্ল্যাশ, মাল্টিমিডিয়া এবং সিকিউর ডিজিটাল কার্ড থেকেও এটি হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারে

ওয়েব ঠিকানা: http://www.undeleteplus.com/

২৫ভিডিও এমপিথ্রি এক্সট্রাক্টর .

এভিআই, এএসএফ এবং ডবুএমভি ফরস্যাটের ভিডিও ফাইলকে এমপিথ্রিতে কনভার্ট করে এই প্রোগ্রামইউজার ইন্টারফেসটিও বোঝা এবং আত্মস্থ করাও খুব সহজ

ওয়েব ঠিকানা: www.geovid.com

২৬ডায়াগ্রাম ডিজাইনার .২২

ফ্লোচার্ট, ইউএমএল ক্লাস ডায়াগ্রাম, ইলাসট্রেটশন এবং ¯াইড শো তৈরির জন্য দারুণ কার্যকর এই ফ্রি সফটঅয়্যারটি

ওয়েব ঠিকানা: http://meesoft.logicnet.dk/

২৭অ্যাপাচি

এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স এইচটিটিপি ওয়েব সার্ভারএটিই প্রথম ওয়েব সার্ভার সফটঅয়্যার যেটি ১০০ মিলিয়ন ওয়েব সাইটের স্পর্শ করতে সক্ষম হয়েছেসে হিসেবে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার সফটঅয়্যারও

ওয়েব ঠিকানা: http://www.apache.org/

২৮পিডগিন

এমএসএন, ইয়াহু, এআইএম গুগল টক এবং অন্যান্য চ্যাট নেটওয়ার্ক-এর জন্য সাপোর্টসমৃদ্ধ একটি ফ্রি চ্যাট ক্লায়েন্ট সফটঅয়্যার এই পিডগিন৬০টিরও বেশি ভাষা সাপোর্ট করে এটি

ওয়েব ঠিকানা: http://www.pidgin.im

২৯ভিএনসি ভিউয়ার ফ্রি এডিশন .

এটি একটি রিমোর্ট কন্ট্রোল সফটঅয়্যার যার সাহায্যে আপনি নেটওয়ার্কের যে কোনো স্থানে অবস্থিত ডেস্কটপ অ্যাপি-কেশন দেখতে এবং সেটির সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারবেনব্যক্তিগত থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটি ব্যবহার করা সম্ভবইনস্টল এবং ব্যবহার করাও সহজ

ওয়েব ঠিকানা: http://www.realvnc.com/products/free/4.1/winvncviewer.html

৩০ফ্রি ভিডিও টু আইপড এন্ড পিএসপি কনভার্টার

সম্পূর্ণ ভিডিও বা তার অংশবিশেষকে অ্যাপল আইপড, সনি পিএসপি, ব্যাকবেরি এবং মোবাইল ফোনে ব্যবহারের জন্য এমপিফোর ভিডিও ফরম্যাটে কনভার্ট করা যায়

ঠিকানা: http://www.dvdvideosoft.com

৩১ লাইমঅয়্যার

প্রোগ্রামটির সাহায্যে ইউজাররা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে এবং নিজেদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফাইল শেয়ার করতে পারবেনদ্রুত স্টার্ট আপ এবং কম ওয়েইটিং টাইম এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য

ওয়েব ঠিকানা:

http://www.limewire.com/

৩২দ্য জিম্প

এটি অ্যাডোব ফটোশপের মত একটি ইমেজ এডিটর প্রোগ্রামযারা ফটোশপ ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য ফটোশপের সবচেয়ে সেরা ফ্রি বিকল্প এই সফটঅয়্যারটিফটোশপের সব ফিচারই আছে এতে

ঠিকানা: http://www.gimp.org/windows/

৩৩ এক্লিপস

এটি মূলত একটি সফটঅয়্যার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটিতে জাভা, সি++, পার্ল, পিএইচপি এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য সাপোর্ট আছে

ওয়েব ঠিকানা: http://www.eclipse.org/

৩৪মাইএসকিইউএল

মাইএসকিউএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমছোট থেকে মাঝারি আকারের ডাটাবেস ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা এতে আছে

ওয়েব ঠিকানা:

http://dev.mysql.com/downloads

আজ এই পর্যন্ত।আগামীতে আরো উন্নতমানের লেখা দেওয়ার চেষ্টা করব।


Share/Bookmark

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

ট্যাগ

অফিস (1) অ্যাডোবি (1) আগুনের ইফেক্ট (1) আফ্রিকান (1) আর্জ-মি (1) আলোছায়া (1) ইউএসবি (1) ইন্টারনেট (2) ইন্টারনেট টুলস (1) ইমেইল (1) ইরফানভিউ (1) উইজেট (1) উইন্ডোজ (3) উইন্ডোজ ‍এক্সপি (1) এক্সপি (1) ওপেন সোর্স (1) ওয়াপ (1) ওয়েব ডিজাইন (2) ওয়েবপেজ (1) ওয়েবসাইট (3) কনভার্ট (1) কম্পিউটার (1) খবর (1) গান (1) গেটওয়ে (1) গ্র্যাডিয়েন্ট (1) জাতীয় দৈনিক (1) টিপস (1) টিপস এন্ড ট্রিকস (6) টেক্সচার (1) টেম্পলেট (1) টেম্পলেট মনস্টার্স (1) ট্রান্সপারেন (1) ডাউনলোড (1) ডাউনলোড অ্যাকসিলারেট (1) ডিভিডি (1) ডোমেইন (1) তথ্য প্রযুক্তি (1) তুষার (1) ত্রিমাত্রিকভাবে (1) থিমফরেস্ট (1) থীম (1) থ্রিডি গ্লোব (1) নেটবুক (1) নোটপ্যাড (1) পেনড্রাইভ (1) প্রয়োগ (1) ফটোশপ (4) ফায়ারফক্স (1) ফেসবুক (1) ফ্রী (1) বাংলা (1) বাংলা কম্পিউটিং (1) বাংলাদেশ (1) বিমটোনস (1) ব্রাউজ (1) ভিএলসি মিডিয়া (1) ভিডিও (1) ভিসতা (1) মাইক্রোসফট (1) মোবাইল (1) রাবার স্ট্যাম (1) রেজিট্রেশন (1) লাইটিং ইফেক্ট (1) ল্যাঙ্গুয়েজ (1) সফটওয়্যার (1) সাইটম্যাপ (1) সামাজিক যোগাযোগ (1) সার্চ (1) সিডি (1) হুসপার (1) Komku-SP-usb (1) Opacity (1) Screen mode (1) Subtle Effec (1) Table of contents (1) Transparency (1)