আমরা যেকনো ফাইল যেমন গান,ভিডিও কনভার্ট করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু বর্তমানে কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে বসেই যেকোন দরকারি ফাইল কনভার্ট করে নিতে পারি.নেটে এমন অনেক সাইট আছে।তার ভেতর zamzar.com এই সাইট থেকে অতি সহজে যেকোন ফাইল যেকোন ফরম্যাটে কনভার্ট করে নিয়া যাই।
-
প্রথমত এখানে ক্লিক করুন।
- তারপর আপনার ফাইলটি ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইল টি আপলোড করে নিন।
- এরপর আপনি আপনার কাঙ্খিত ফরম্যাটি সিলেক্ট করুন।
- এখন আপনার ই-মেইল ঠিকানা দিয়ে কনভার্ট বাটনে ক্লিক করুন।
- এবার আপনি আপনার মেইল বক্স চেক করুন সেখানে একটি ডাউনলোড লিঙ্ক আসবে।
- এখন আপনি এই লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত ফরম্যাটি ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া এই সাইট থেকে যেকোন video sharing সাইট যেমন youtube এর ভিডিও লিঙ্ক দিয়ে যেকোন ফরম্যাটে ডাউনলড করে নিয়া যাই।
এরকম আর কয়েকটি সাইট হল media-convert.com , freefileconvert.com
ইন্টারনেটে সার্চ করতে গিয়ে মুলত বিষয়টি আমার দৃষ্টি আকর্ষন করেছে। তাই ইচ্ছা হল আপনাদের সাথে share করে দেওয়ার।
1 মন্তব্য(গুলি):
দারুন পোস্ট!!!!!
একটি মন্তব্য পোস্ট করুন